পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষে নিহত ১, বিজিবি মোতায়েন

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে মুসল্লি দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর এ সংঘর্ষ শুরু হয়। এসময় একজন মুসল্লি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে পুলিশসহ অর্ধশতাধিক মুসল্লি । সংঘর্ষ চলাকালীন বেশকিছু বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষে নিহত ১, বিজিবি মোতায়েন

প্রথম নিউজ, অনলাইন:পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে মুসল্লি দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর এ সংঘর্ষ শুরু হয়। এসময় একজন মুসল্লি  নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে পুলিশসহ অর্ধশতাধিক মুসল্লি । সংঘর্ষ চলাকালীন বেশকিছু বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং আতঙ্কের কারণে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। সংঘর্ষ চলাকালে আরিফ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: