পাচার করা টাকা জায়েজ করবে সরকার: মির্জা ফখরুল 

আজ রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি

পাচার করা টাকা জায়েজ করবে সরকার: মির্জা ফখরুল 
বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথম নিউজ, ঢাকা: বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে এনে ক্ষমতাসীন সরকার ওটাকে জায়েজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 'বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে' এ সভা অনুষ্ঠিত হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, পত্রিকায় দেখলাম- জানি না এটা শেষ পর্যন্ত কি হবে! তারা বলছেন, এই পাচার করা অর্থ, তা না কি ফিরিয়ে আনা যাবে। আরেক শয়তানি শুরু করে দিয়েছে। অর্থাৎ নিজেরাই টাকা পাচার করেছেন। ফিরিয়ে নিয়ে এসে ওটাকে জায়েজ করবে। সুতরাং দেশের সম্পদ লুট করে নিয়ে আবারও তা ফিরিয়ে নিয়ে এসে তারা লুটপাটের সুযোগ করে দেবে।

আওয়ামী লীগকে কোন মতেই বিশ্বাস করা যায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বরাবরি প্রতারক। বরাবরই আওয়ামী লীগ প্রতারণায় ভূমিকা করেছে। সেই আওয়ামী লীগকে আর কোন মতেই ক্ষমতায় থাকতে দেয়া যায় না। একদিন থাকলেও আমাদের ক্ষতি।

তিনি বলেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন করেছেন- উনি সেই টেমস নদীর তীর থেকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন, এটা কি সম্ভব হবে? ওবায়দুল কাদের সাহেব অবশ্যই সম্ভব হবে। কারণ তারেক রহমান সেই রাজনীতি ধারণ করেছেন, যেটা সারাদেশের মানুষের রাজনীতি।

মির্জা ফখরুল বলেন, এখন মানুষ যা চায়, এখন মানুষ যে মুক্তি চায়, এখন যে মানুষ তার হারানো অধিকারকে ফিরে পেতে চায়, এখন মানুষ যে একটা স্বাভাবিক জীবন-যাপন করতে চায়- এই হত্যা, খুন, জখমের মধ্যে থেকে বেরিয়ে আসতে চায়, তখন জিয়াউর রহমানে দর্শন- যা তারেক রহমান ধারণ করে আছেন, সেটা অবশ্যই এখানে সফল হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom