পাওনাদারের ছুরিকাঘাতে যুবক নিহত
শহরের কাজীপাড়া দরগা মহল্লার একটি রেস্টুরেন্টে এ ঘটনাটি ঘটে
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পাওনাদারের ছুরিকাঘাতে রুমান মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে শহরের কাজীপাড়া দরগা মহল্লার একটি রেস্টুরেন্টে এ ঘটনাটি ঘটে। নিহত রুমান কাজীপাড়া মৌলভীহাটী এলাকার ভাড়াটিয়া আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে রুমান শহরের কাজীপাড়া দরগাহ মহল্লা একটি রেস্টুরেন্টে বসে চা খাচ্ছিল। এ সময় ঘাতক হুসাইন অতর্কিতভাবে রুমানের উপর হামলা করে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন রুমানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, কাজীপাড়া এলাকার দরগা মহল্লার শিশু মিয়ার ছেলে হুসাইন রুমানের কাছে চারশত টাকা পাওনা ছিল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক হুসাইনকে কাজীপাড়া এলাকা থেকে আটক করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: