নীরা ট্যান্ডনকে উপদেষ্টা পদে আনলেন জো বাইডেন

ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডন প্রথম কোনও এশীয়-আমেরিকান, যিনি হোয়াইট হাউজের অভ্যন্তরীণ নীতি-বিষয়ক কাউন্সিলের নেতৃত্ব দেবেন।

নীরা ট্যান্ডনকে উপদেষ্টা পদে আনলেন জো বাইডেন

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ নীতি বিষয়ক উপদেষ্টা হলেন ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডন। অর্থাৎ দেশের অভ্যন্তরীণ  এজেন্ডা তৈরি করতে এবং তার বাস্তবায়নে সহায়তা করবেন নীরা। নীরার নাম ঘোষণা করে বাইডেন বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে নীরা ট্যান্ডন অর্থনৈতিক গতিশীলতা এবং দেশের  ইক্যুইটি থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, অভিবাসন এবং শিক্ষা সংক্রান্ত আমার অভ্যন্তরীণ   নীতির প্রণয়ন এবং বাস্তবায়নে ভূমিকা নেবেন । 

এর আগে এই পদে ছিলেন সুসান রাইস। নীরা ট্যান্ডন প্রথম কোনও এশীয়-আমেরিকান, যিনি হোয়াইট হাউজের অভ্যন্তরীণ নীতি-বিষয়ক কাউন্সিলের নেতৃত্ব দেবেন। বাইডেন বলেন, সিনিয়র উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসাবে নীরা আমার দেশীয়, অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলি তত্ত্বাবধান করেছেন। পাবলিক পলিসিতে তার ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে, তিনি তিনজন প্রেসিডেন্টের অধীনে দায়িত্ব পালন করেছেন। প্রায় এক দশক ধরে দেশের অন্যতম বৃহত্তম থিঙ্ক ট্যাঙ্কের নেতৃত্ব দিয়েছেন। তিনি সাশ্রয়ী মূল্য আইনের ( Affordable Care Act) একজন মূল কারিগর ছিলেন এবং ক্লিন এনার্জি ও সংবেদনশীল বন্দুক সংস্কার আইনের মতো  নীতিগুলি পরিচালনা করতে সহায়তা করেছিলেন। আমি নীরার সাথে তার নতুন ভূমিকায় কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। 

নীরা ট্যান্ডন ওবামা এবং ক্লিনটন উভয় প্রশাসনের পাশাপাশি প্রেসিডেন্টের  প্রচারাভিযান এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে  কাজ করেছেন। অতি সম্প্রতি, তিনি সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস এবং সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস অ্যাকশন ফান্ডের প্রেসিডেন্ট এবং সিইও পদে ছিলেন। ট্যান্ডন এর আগে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্য সংস্কার দলের হয়ে কাজ করেছেন। এছাড়াও ওবামা-বাইডেনের প্রেসিডেন্ট পদে  প্রচারাভিযানের জন্য অভ্যন্তরীণ নীতির পরিচালক ছিলেন এবং হিলারি ক্লিনটনের সঙ্গেও তিনি কাজ করেছেন।  

ট্যান্ডেন নিউ ইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলরের সিনিয়র উপদেষ্টার পাশাপাশি ক্লিনটন হোয়াইট হাউসে ডোমেস্টিক পলিসির সহযোগী পরিচালক এবং ফার্স্ট লেডির সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি UCLA থেকে তার ব্যাচেলর অফ সায়েন্স এবং ইয়েল ল স্কুল থেকে তার ডক্টরেট  ডিগ্রি লাভ করেন। নীরা ট্যান্ডনের পাশাপাশি স্টেফানি ফেল্ডম্যান  প্রেসিডেন্টের  সহকারী এবং স্টাফ সেক্রেটারি হিসাবে কাজ করবেন। এছাড়াও জেইন সিদ্দিককে দেশীয় নীতি পরিষদের প্রিন্সিপাল ডেপুটি হিসেবে পদোন্নতি দেয়া হবে। সূত্র : ইন্ডিয়া টুডে