ন্যাটোর জন্য প্রতিরক্ষায় খরচ জোগাতে ডেনমার্কে সরকারি ছুটি বাতিল, বিক্ষোভ

ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছে এর প্রতিবাদ জানাচ্ছেন। পার্লামেন্টের সামনে গত মাসেই ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছেন।

ন্যাটোর জন্য প্রতিরক্ষায় খরচ জোগাতে ডেনমার্কে সরকারি ছুটি বাতিল, বিক্ষোভ
ন্যাটোর জন্য প্রতিরক্ষায় খরচ জোগাতে ডেনমার্কে সরকারি ছুটি বাতিল, বিক্ষোভ

প্রথম নিউজ,  ডেস্ক: প্রতিরক্ষা খরচ বৃদ্ধি করতে সরকারি ছুটির দিন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। তবে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না দেশটির জনগণ। ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছে এর প্রতিবাদ জানাচ্ছেন। পার্লামেন্টের সামনে গত মাসেই ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছেন। এছাড়া ইউনিয়নগুলোর নেতারা, চার্চ ও দেশটির বিরোধী দলগুলোও এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। এ খবর দিয়েছে ডয়চে ভেলে। খবরে জানানো হয়েছে, ছুটি বাতিল করা হয়েছে 'গ্রেট প্রেয়ার ডে'- এর। আগামী বছর থেকে এই ছুটি আর থাকছে না। সরকারি  অফিস ও সকল বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে। রীতিমতো পার্লামেন্টে আইন পাস করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ হিসাবে সরকার জানিয়েছে, ন্যাটো যে প্রতিরক্ষা খাতে খরচ করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে, তারা তা পূরণ করতে হবে। এ জন্য অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে দেশের মধ্যে। 

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কর্মীরা যে ওই দিন প্রায় ৮ ঘণ্টা করে কাজ করলে প্রায় ৪০ কোটি ইউরো আয় হবে। ন্যাটোর দাবি, ২০৩৩ সালের মধ্যে জিডিপি-র দুই শতাংশ প্রতিরক্ষায় খরচ করতে হবে। ডেনমার্ক ২০৩০ সালের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছাতে চায়। ন্যাটোর বক্তব্য, ইউক্রেন যুদ্ধের পর প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানো জরুরি। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা, স্বাস্থ্য,  গ্রিন এনার্জিতে যাওয়ার ক্ষেত্রে সরকারের খরচ অনেকটাই বেড়েছে। এই অবস্থায় একদিন বেশি কাজ করাটা খুব অসুবিধাজনক বলে তিনি মনে করছেন না। কিন্তু ইউনিয়নের নেতারা, চার্চ, বিরোধীরা এই সিদ্ধান্তের বিরোধী। অর্থনীতিবিদদের একাংশও মনে করছেন, সরকারের যুক্তি মানা যাচ্ছে না। গত মাসে প্রায় ৫০ হাজার মানুষ পার্লামেন্টের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। গ্রেট প্রেয়ার ডে হলো ক্রিশ্চানদের একটা অনুষ্ঠান। সপ্তদশ শতক থেকে ডেনমার্কে এই উৎসব পালন করা হয়। ইস্টারের পর চতুর্থ শুক্রবার এই গ্রেট প্রেয়ার ডে-এর ছুটি দেয়া হয়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: