নানা আয়োজনে বর্ষবরণ
থার্টিফাস্টের জন্য ভিন্ন ভিন্ন আয়োজন করা হয়েছে। বলরুম, রুপটপের আয়োজনে ভিন্নতা ছিল।
প্রথম নিউজ, অনলাইন: নানা আয়োজনের মধ্যদিয়ে বরণ করে নেয়া হয়েছে ইংরেজি নতুন বর্ষ ২০২৪। অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা, পাঁচতারকা হোটেল, ক্লাব, রিসোর্ট, বাসাবাড়ির ছাদে বর্ষবরণের আয়োজন ছিল। ডিজে, বারবিকিউ পার্টি ছাড়াও বিভিন্ন ধরনের উন্নতমানের খাবার-দাবারের পাশাপাশি বিয়ার ও বিদেশি মদ সেবন করে বরণ করে নেয়া হয় নতুন বছরকে। বিশেষ আয়োজন ছিল পাঁচ তারকা হোটেলগুলোতে। সোনারগাঁও, ইন্টারকন্টিনেন্টাল, রেডিসন ব্লু, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি, লা-মেরিডিয়ানসহ গুলশান, বনানী এলাকার অনেক হোটেলে থার্টিফার্স্ট নাইটকে ঘিরে ভিন্ন ভিন্ন আয়োজন ছিল। সপ্তাহখানেক আগে থেকে এসব হোটেল কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যমে থার্টিফার্স্টের আয়োজনের প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। টিকিট বিক্রির পাশাপাশি বিশেষ বিশেষ খাবার ও হোটেল রুম বুকিংয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছিল কিছু কিছু পাঁচ তারকা হোটেল।
বিভিন্ন হোটেলের আয়োজকরা জানিয়েছেন, থার্টিফাস্টের জন্য ভিন্ন ভিন্ন আয়োজন করা হয়েছে। বলরুম, রুপটপের আয়োজনে ভিন্নতা ছিল। হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে পুল ক্যাফে, ক্যাফে বাজারে ছিল বিশেষ আয়োজন। প্যাসিফিক এভিনিউতে ডিজে পার্টি ও ডিনার।
ফি ৬ হাজার ৫০০ টাকা। ঢাকা ওয়েস্টিন হোটেলে ডিজে পার্টির এন্ট্রি ফি ৩ হাজার টাকা। রাত ৮টা থেকে আয়োজন শুরু হয়। এ ছাড়া নিউইয়ার স্পেশাল ব্রাঞ্চ, ডিজে, থার্টিফার্স্ট ডিনারে এ ছাড়া নিউইয়ার ডিনারের ব্যবস্থা ছিল। ইনহাউজ গেস্টদের জন্য রেস্টুরেন্টে ২০% ডিসকাউন্ট ছিল। হোটেল ইন্টারকন্টিনেন্টালের লাইভ ব্যান্ড ও ডিজে। ক্রিস্টাল রুবি এন্ড পার্লে স্পেশাল সেলিব্রেশনের ব্যবস্থা ছিল। সেলিব্রেশনে দু’জন গেস্টের জন্য রয়েছে ১০ হাজার টাকা এবং এক জন গেস্টের জন্য ৬ হাজার টাকা টিকিট ছিল। আর প্রত্যেকটি বুফে ডিনার ছিল ৮ হাজার ৫০০ টাকা।
লা-মেরিডিয়ান, ঢাকা রিজেন্সির আয়োজন ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। প্রতি বছরের মতো এবারো দেশের নামকরা ডিজেরা নাচে গানে মাতিয়ে তোলেন। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরের মতো থার্টিফার্স্টের আয়োজনে খেলোয়াড়, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত হয়েছেন। এবারো অতিথিদের মনোরঞ্জনের জন্য শতাধিক ডিজে তরুণীদের রাখা হয়েছে। যারা টাকার বিনিময়ে অতিথিদের সঙ্গে নাচবেন। পাঁচতারকা হোটেল ছাড়া অভিজাত ক্লাবগুলোও তাদের সদস্যদের নিয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার আয়োজন করেছিল। এ ছাড়া অভিজাত এলাকার বাসাবাড়ি, হোটেলের আয়োজনে চমক ছিল।