নেত্রকোনায় ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রথম নিউজ, নেত্রকোনা : ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মেকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ মোহনগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় মোহনগঞ্জ উপজেলার পৌর পাবলিক হলে এই বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ উপলক্ষে সকাল থেকেই মোহনগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ছাত্রলীগের নেতারা আসতে শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এই ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। নিজে আলোকিত হতে হবে সমাজকে আলোকিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদ ইকবাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান।
ওই অনুষ্ঠানে মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়েজ রহমান প্লাবনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ জয়ের সঞ্চালনায় মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।