নেত্রকোণা সীমান্তে ১০ লক্ষ টাকার সাবান জব্দ

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

নেত্রকোণা সীমান্তে ১০ লক্ষ টাকার সাবান জব্দ

প্রথম নিউজ, নেত্রকোণা: নেত্রকোণায় বাংলাদেশের বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ১২ হাজার ৯৫৩ পিস ভারতীয় জনসন বেবি সোপ সাবান জব্দ করেছে। জব্দকৃত পণ্যগুলোর মূল্য প্রায় ১০ লক্ষ ৩৬ হাজার ২৪০ টাকা। ভারতীয় জনসন ব্যান্ডের সাবানগুলো নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে বলে জানা যায়।
  
বৃহস্পতিবার (২ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন মোহনপুর বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) অবস্থিত । ৩১ বিজিবি’র অধিনায়কের নেতৃত্বে ওই বিওপির ১২ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান শুরু  করেন। পরে অভিযান পরিচালনাকালীন গভীর রাতে সীমান্ত পিলার ১১৮৮/৬-এস হতে প্রায় ১৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগরের কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ১২ হাজার ৯৫৩ পিস ভারতীয় জনসন বেবি সোপ জব্দ করতে সক্ষম হয়। এসময় ওই সাবানের কোনো মালিক পায়নি বিজিবি’র এই আভিযান টহল দলটি। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাস্টমসে জমা করার কার্যক্রম চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom