নড়াইলে ১৭ মামলার আসামি ধলা বাবুল গ্রেফতার

 নড়াইলে ১৭ মামলার আসামি ধলা বাবুল গ্রেফতার

প্রথম নিউজ, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় বিদেশি পিস্তলসহ ১৭ মামলার আসামি বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার কুদসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে।

পুলিশ জানায়, রোববার দিনগত রাত দুইটার দিকে লোহাগড়া থানার পুলিশ সদস্যরা উপজেলার কুদসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বালুল ও তার ভাই বিপুলকে গ্রেফতার করে। এসময় তাদের থেকে একটি নাইন এম এম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার জানান, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।