নাটোর জেলা আ.লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম

মঙ্গলবার বিকালে শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নাটোর জেলা আ.লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম

প্রথম নিউজ, নাটোর: নাটোরে দলীয় আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নান্নু শেখকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নান্নু শেখকে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরিভাবে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার ভবানীগঞ্জ, বড় হরিশপুর ও মাদ্রাসা মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শী, দলীয় ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নান্নু শেখ শহরের ভবানীগঞ্জ মোড় মুক্তিযোদ্ধা ভবনের সামনের এক তরমুজের দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে চড়াও হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গত পৌরসভা নির্বাচনে স্থানীয় তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নান্নু শেখ ও যুবলীগ নেতা মিঠুনের মধ্যে ভোটের সময় থেকেই বিরোধ চলে আসছিল। দুই নেতার মধ্যে নান্নু শেখ বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান অনুসারী এবং যুবলীগ নেতা মিঠুন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির অনুসারী।

বেশ কিছু দিন থেকে জেলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে যে বিরোধ চলেছে এর জের ধরেও এ হামলার ঘটনা ঘটতে পারে বলে দলের সাধারণ নেতাকর্মীরা মনে করছেন। নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান সোনার জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন নান্নু শেখের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। অপরদিকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা হোক। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।