নাজিরপুরে অর্ধশত পরিবারে ঈদ উদযাপন
প্রথম নিউজ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরের অর্ধশত পরিবার আজ ঈদ পালন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব পরিবার ঈদ পালন করছেন বলে তারা জানান।
জানা গেছে, উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুরের খেজুরতলা গ্রামে এ ঈদ পালন করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল খান জানান, তারা অর্ধশত পরিবারের ৬০ পুরুষ স্থানীয় খেজুরতলা বাজারের আল-আমিন জামে মসজিদে সোমবার সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন। ওই নামাজে ইমামতি করনে স্থানীয় স্কুল শিক্ষক মো. কামরুজ্জামান। প্রায় ১৩ বছর ধরে এ মসজিদে ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করছেন বলে জানান তিনি।
বাবুল খান আরো জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেন। সে অনুযায়ী রোববার তাদের ৩০টি রোজা পূর্ন হওয়ায় সোমবার তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
প্রতিবছর জেলাসহ পার্শ্ববর্তী বাগেরহাট জেলার কচুয়া ও চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এখানে নামাজ আদায় করতে আসেন বলেও জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews