না’গঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ : প্রেমিক গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগরে প্রথমে প্রেম অতঃপর বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুনীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে
প্রথম নিইজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগরে প্রথমে প্রেম অতঃপর বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুনীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১২ মার্চ) রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে আশরাফুলকে (৩৯) অভিযুক্ত
করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।গ্রেপ্তারকৃত আশরাফুল গাইবান্ধা জেলার গাইবান্ধা থানার মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে। সে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার প্রাইমারী স্কুলের পাশে রেজাউলের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে একই এলাকায় একটি গ্যারেজে চাকরি করে।
থানায় দায়েরকৃত মামলার বলা হয়, ধর্ষণের শিকার গার্মেন্টেস শ্রমিক বাবা মায়ের সাথে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার প্রাইমারী স্কুলের পাশে আমজাদ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছি। সে স্থানীয় একটি গার্মেন্টে চাকরী করে। গার্মেন্টে আসা যাওয়ার সময় আশরাফুলের সাথে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের সুবাদে তারা বিভিন্ন জায়গায় বেড়াতেও যায়। আর আশরাফুল বিয়ে করার প্রলোভনে উক্ত তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ চলতি মাসের ১২ তারিখ রোববার বিকেলে আশরাফুলের স্ত্রীর অনুপস্থিতিতে তার ভাড়াটিয়া বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ করে। ঘটনাটি তরুণীর পরিবারের মধ্যে জানাজানি হলে তার বাবা-মা আশরাফুলকে
বিয়ের কথা বলা হলে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে আশরাফুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ
আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গার্মেন্টের শ্রমিক তরুণীকে ধর্ষণের ঘটনায় আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (১৩) দুপুরেআদালতে প্রেরণ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: