নিখোঁজের আড়াই মাস পর যুবকের লাশ মিলল নদীতে
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকার নরসুন্দা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নিখোঁজের প্রায় আড়াই মাস পর নদী থেকে মুরাদুল হক (২৫) নামে এক ব্যাটারি চালিত অটোচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকার নরসুন্দা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুরাদুল হক প্যারাভাঙ্গা গ্রামের মফিজুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) সকালে নদীতে মাছ ধরতে যান মুরাদুল হকের এক প্রতিবেশী। এ সময় কচুরিপানা সরাতে গিয়ে নাকে পচা গন্ধ লাগে তার। পরে ওই প্রতিবেশীর ডাক-চিৎকারে ছুটে আসেন এলাকার অন্য লোকজন। এসে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন তারা। এ সময় মরদেহটির মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
মুরাদের বড় ভাই কামরুল হাসান জানান, গত ১৯ জানুয়ারি সন্ধ্যার দিকে তার ভাই বাজার করতে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে ২২ জানুয়ারি তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসীম উদ্দিন বলেন, নিহত মুরাদ ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মফিজুল হকের তিন ছেলের মধ্যে মুরাদ মেজো। মরদেহ উদ্ধারের পর মুরাদের পরিবারের লোকজন এসে শনাক্ত করেছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি কিছুদিন আগের। পচে যাওয়ায় প্রাথমিকভাবে কিছু ধারণা করা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews