নিউমার্কেটে ব্যারস্টার অসীমের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ
লিফলেট বিতরণকালে ব্যারিস্টার অসীম জনসাধারণকে একতরফা নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে না যেতে আহবান জানান।
প্রথম নিউজ, ঢাকা: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
এসময় নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি এসএম মতিউর রহমান, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, থানা বিএনপির সাবেক সহ সভাপতি, কাজী হাসু, মো. শাহাবুদ্দিন, অ্যাডভোকেট জুয়েল রানাসহ ১৮ নং বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে ব্যারিস্টার অসীম জনসাধারণকে একতরফা নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে না যেতে আহবান জানান।