ধানমন্ডি-হাজারীবাগ থানা বিএনপি, যুবদল, ছাত্রদলের ১৪ নেতাকর্মীর আগাম জামিন

আজ সোমবার  সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ সেলিম ও বিচারপতি  মোঃ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তাদের জামিন দেন।

ধানমন্ডি-হাজারীবাগ থানা বিএনপি, যুবদল, ছাত্রদলের ১৪ নেতাকর্মীর আগাম জামিন

প্রথম নিউজ, ঢাকা: ধানমন্ডি-হাজারীবাগ থানা বিএনপি, যুবদল, ছাত্রদলের ১৪ নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

আজ সোমবার  সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ সেলিম ও বিচারপতি  মোঃ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তাদের জামিন দেন।

এক আদেশে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পূর্বের আবহায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, ধানমন্ডি থানা যুবদলের আহবায়ক হাবিবুর রহমানসহ বিএনপি নেতৃবৃন্দকে ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন। উল্লেখিত সময়ের পর তাদেরকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদেরকে সহায়তা করেন অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট, অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্ণি জেনারেল মোঃ রেজাউল করিম।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর হাজারীবাগে বিএনপি আয়োজিত সমাবেশের দিন আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০/৬০ জন অজ্ঞাতনামা বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে হাজারীবাগ থানায় ২৭ সেপ্টেম্বর উক্ত মামলা দায়ের করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom