দেড় শতাধিক ফরাসি যুদ্ধ করছেন ইউক্রেনে
স্বেচ্ছায় ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে যাওয়া এক ফরাসি যুবক রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : স্বেচ্ছায় ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে যাওয়া এক ফরাসি যুবক রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন। বর্তমানে দেড় শতাধিক ফরাসি যুদ্ধ করছেন দেশটিতে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলুর।
তিনি প্রথম ফরাসি যোদ্ধা যিনি ইউক্রেনের পক্ষে লড়াই করতে গিয়ে প্রাণ দিলেন। তবে এর আগে গত ৩০ মে ফরাসি এক সাংবাদিকও রাশিয়ার হামলায় নিহত হন।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর কামানের গোলায় ওই যোদ্ধা মারাত্মকভাবে আহত হন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফরাসি যুবকের পরিবারকে শোক জানিয়েছে দেশটির সরকার।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া সামরিক আগ্রাসন শুরু করে ইউক্রেনে। আনুমানিক দেড়শ ফরাসি যোদ্ধা ইউক্রেনের পক্ষে লড়াই করছেন।
এছাড়া ইউক্রেনকে ২০০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews