দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

প্রথম নিউজ, সিলেট: সিলেটের গোয়াইনঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন।  নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক ও নগরীর দরগাহ মহল্লার ১০৮ পায়রার মৃত মামুনুর রশীদের ছেলে হাফিজুর রশিদ। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।