দেশর প্রযুক্তিখাতে নতুন মাত্রা যোগ করবে ওয়াটশেল
দেশে তথ্যপ্রযুক্তির বাজারে যুক্ত হয়েছে ওয়াটশেল লিমিটেড
প্রথম নিউজ, ঢাকা: দেশে তথ্যপ্রযুক্তির বাজারে যুক্ত হয়েছে ওয়াটশেল লিমিটেড। আজ মঙ্গলবার দুপুরে বনানীতে একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটশেলের উপদেষ্টা ও ইউনিক বিজনেস সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হাকিম। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সরকারের একনীতি অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বারবার সরকারের নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রযুক্তিখাতের ব্যবসায়ীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াটশেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবা নাসরিন রিতা বলেছেন, ওয়াটশেল বিশ্বখ্যাত তাইওয়ানের এমএসআই-এর সাথে যৌথ ব্যবসায়ী পার্টনার। কম্পিউটার ও ল্যাবটপের মাদারবোর্ড তৈরিতে বিশ্বে এমএসআই’র সুখ্যাতি রয়েছে। তাইওয়ানের এই প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানটির তৈরি অন্যতম বিশ^সেরা পণ্য- বিভিন্ন কনফিগারেশনের ল্যাবটপও এরই মধ্যে গ্রাহকদের পছন্দের শীর্ষে। অ্যাপেলের পরই এমএসআই’র ল্যাবটপ গুণগত দিক থেকে সেরা। বাংলাদেশে এমএসআইয়ের পার্টনার হিসেবে এমএসআই ল্যাবটপের একমাত্র পরিবেশক ওয়াটশেল।
তিনি আরো বলেন, ঢাকার বিখ্যাত মাল্টিমিডিয়া শপিংমলগুলোর পাশাপাশি চট্টগ্রামেও আমাদের শো-রুম ও সার্ভিসিং সেন্টার রয়েছে। বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে আমাদের বিশেষ অফার চলছে। ডিসেম্বর মাসজুড়ে এই অফার চলবে। শো-রুমের পাশাপাশি অনলাইনেও ওয়াটশেলের পণ্য অর্ডার করে গ্রাহকরা এই সুবিধা পাবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওয়াটশেলের নির্বাহী পরিচালক (সিইও) সাইদুর রহমান চৌধুরী ও প্রধান আইটি কর্মকর্তা আবরার রাজীব রহমান চৌধুরী।
আইটি প্রধান বলেন, ওয়াটশেল লিমিটেড এমএসআইয়ের ল্যাপটপ ছাড়াও ডেক্সটপ, প্রিন্টার, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, ভিডিও কনফারেন্স, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য গুণগত মান নিশ্চিত করে গ্রাহকদের কাছে সুলভ মূল্যে তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, এ সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়াটশেল লিমিটেডের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। একই সাথে আইটি প্রধান বলেন, ওয়াটশেল রোবটিক্স অ্যান্ড আইওটি নিয়ে দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে, যা দেশর প্রযুক্তিখাতে নতুন মাত্রা যোগ করবে বলে আমাদের বিশ্বাস।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: