দগ্ধ বাবা-মায়ের পর চলে গেল দুই বছরের ফাতেমাও
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে দগ্ধ পরিবারের তিনজনের সবাই মারা গেছেন। বাবা-মায়ের মৃত্যুর পর এক দিনের ব্যবধানে না ফেরার দেশে চলে গেল দুই বছর বয়সি ফাতেমাও।
মঙ্গলবার সকাল ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়।
এ হাসপাতালেই সোমবার ভোরে সেহেরির পরপর অল্প সময়ের ব্যবধানে মারা যান ফাতেমার বাবা আবদুল করিম (৩০) এবং মা খাদিজা আক্তার (২৫)। সোমবারই তাদের লাশ পাবনার সুজানগরে নিয়ে গ্রামের বাড়িতে দাফন করা হয়।
ফাতেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা কামাল হোসেন। তিনি জানান, ফাতেমাকে তার বাবা মায়ের পাশেই দাফন করা হবে।
ফাতেমার বাবা মুদি ব্যবসায়ী করিম পরিবার নিয়ে মাতুয়াইল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গত ২১ এপ্রিল ভোরে সেহেরির সময় খাবার গরম করতে গেলে চুলায় বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে তিনজনই দগ্ধ হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews