দুই সাংবাদিক নেতার মুক্তির দাবিতে ডিইউজের বিক্ষোভ সমাবেশ

প্রথম নিউজ, অনলাইন: ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে'র নির্বাহী কমিটির সদস্য কারাবন্দী তালুকদার রুমি ও রফিকুল ইসলাম দুলালের মুক্তির দাবিতে আগামীকাল ১১ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম। এতে উপস্থিত থাকার জন্য সদস্যদের অনুরোধ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম।