তুরস্কে আবার ভূমিকম্প, নিহত ১, ভবন ধস

তুরস্কে আজ সোমবার আবারো ভূমিকম্প হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন।

তুরস্কে আবার ভূমিকম্প, নিহত ১, ভবন ধস
তুরস্কে আবার ভূমিকম্প, নিহত ১, ভবন ধস

প্রথম নিউজ, ডেস্ক: তুরস্কে আজ সোমবার আবারো ভূমিকম্প হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৯ জন। এতে বেশ কিছু ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। তিন সপ্তাহ আগে ৬ই ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেছে। এরপর বেশ কয়েক দফা ভূমিকম্প হয়েছে সেখানে। তুরস্কের দুর্যোগ ও ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ (আফাদ)-এর প্রধান ইউনুস সিজার সংবাদ সম্মেলনে বলেছেন, সোমবারের ভূমিকম্পে ৫টি ভবন ধসে পড়েছে। সেখানে উদ্ধার ও অনুসন্ধান টিম পাঠানো হয়েছে। দক্ষিণের প্রদেশ মালতিয়ায় এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। তবে আফাদ বলছে এর মাত্রা ছিল ৫.৬।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: