তুরস্কের নিরাপত্তা বাহিনীর প্রশংসা এরদোগানের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিগত ২০ বছর ধরে লড়াই করে যাচ্ছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। খবর দ্য হুরিয়াতের।

তুরস্কের নিরাপত্তা বাহিনীর প্রশংসা এরদোগানের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: তুরস্কের নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবাদবিরোধী অভিযানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিগত ২০ বছর ধরে লড়াই করে যাচ্ছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। খবর দ্য হুরিয়াতের। এরদোগান বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে এবং ইরাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে জঙ্গিগোষ্ঠী ও সন্ত্রাসীদের মোকাবিলা করছে তুর্কি বাহিনী। আবারও সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর মোক্ষম সময়ের অপেক্ষায় আছে তুরস্ক।

এরদোগান বলেন, দেশের বাইরে আমাদের সেনাবাহিনীর এসব সন্ত্রাসবাদবিরোধী অভিযানের ফলে কয়েকটি অঞ্চলে জঙ্গিরা আস্তানা গাড়তে পারেনি। তিনি বলেন, ধীরে ধীরে তুরস্কের আশপাশের সব অঞ্চল সন্ত্রাসমুক্ত করা হবে। দীর্ঘদিন ধরে জঙ্গিগোষ্ঠী পিকেকে তুরস্কে নাশকতা করে আসছে। এ কারণে সিরিয়া ও ইরাকে আইএস ও পিকেকের আস্তানায় হামলা চালিয়ে আসছে।