তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন
গত ১৯ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানার ওসি তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কোনো মালপত্র পাননি বলে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন।
প্রথম নিউজ, ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ অভিযোগ গঠন করেন। এর আগে তারেক রহমান ও জুবাইদা রহমানের পক্ষে ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগের আবেদনটি নামঞ্জুর করেন আদালত। এর আগে গত ১৯ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানার ওসি তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের কোনো মালপত্র পাননি বলে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। এরপর ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত মামলার পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দেন। হাজির না হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য ২৯ মার্চ দিন ধার্য করেন। এর আগে তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের পক্ষে ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগের আবেদনটি নামঞ্জুর করেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ মে দিন ধার্য করেন। এ প্রসঙ্গে আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি দেয়া হয়েছে। মামলাটি মিথ্যা এবং ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় সরকারের নির্দেশেই মামলাটি চালু করেছে।