কলকাতায় বইছে তাপদাহ, তাপমাত্রা ৪০ ডিগ্রি

গ্লোবাল ওয়ার্মিং? তা হতে পারে। কারণ কলকাতার তাপমাত্রা পৌঁছে গেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে

কলকাতায় বইছে তাপদাহ, তাপমাত্রা ৪০ ডিগ্রি

প্রথম নিউজ, ডেস্ক : গ্লোবাল ওয়ার্মিং? তা হতে পারে। কারণ কলকাতার তাপমাত্রা পৌঁছে গেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।  চাঁদিফাটা গরমের সঙ্গে দেখা দিয়েছে  তাপপ্রবাহ মানে লু।  এক টুকরো উত্তর ভারত যেন নেমে এসেছে কলকাতায়। রাস্তায় মানুষজন প্রায় নেই বললেই চলে। ট্রাম বাস জন্যশূন্য। রাস্তার পিচ গলে যাচ্ছে। স্মরণকালের মধ্যে এইরকম গরম পড়েনি।  আবহাওয়া দপ্তর বৃষ্টির কোনো আগাম ইঙ্গিত দিচ্ছে না। বরং গরম বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব স্কুলের গরমের ছুটি ২৪শে মে থেকে দুই মে এগিয়ে আনা হয়েছে।  বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার জানাচ্ছেন যে, হিট স্ট্রোক এড়াতে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে না থাকাই ভালো।  ইতিমধ্যে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে  হুগলির এক ব্যক্তির। কলকাতাসহ গোটা বঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে, ১৯৫৮ সালের ২৮শে মে কলকাতার তাপমাত্রা পৌঁছেছিলো ৪৩ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে। সেবারও এইরকম তাপপ্রবাহ হয়েছিল। শুক্রবার থেকে তাপপ্রবাহ এবং গরম দুই-ই বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।