তারেক রহমান ও ডা. জুবাইদার বিরুদ্ধে রায়: বিএনপি নেতা ড্যানীর নিন্দা ও প্রতিবাদ
আজ বুধবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এর বিরুদ্ধে দুদক এর ফরমায়েশি মামলার ফরমায়েশি আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদল নেতা এ টি এম আবদুল বারী ড্যানী।
আজ বুধবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে আবদুল বারী ড্যানী বলেন, ২০০৭ সালে ১/১১ এর জরুরি সরকারের সময় তারেক রহমান দম্পতির বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল তা ছিল সম্পূর্ণরুপে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।যে মামলা চলার মতো আইনগত কোনো উপাদান নেই সেই মামলার রায় ঘোষণা করে মূলত এই মুহূর্তের সবচেয়ে অন্যতম একজন জনপ্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন এবং একজন বরেণ্য চিকিৎসক ও কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমানের সম্মান ক্ষুন্ন করা হলো।
আমরা মনে করি এই রায় সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিত। এই মুহুর্তে এ ধরণের আদেশ জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর অপচেষ্টা মাত্র। মূলত সরকার আদালতকে ব্যবহার করে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই মামলাটি দীর্ঘ সময় ধরে টিকিয়ে রেখেছে, যার কোনো ভিত্তি নেই। আমরা মনে করি তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।