তারেক রহমান ও জোবাইদা রহমানের মিথ্যা মামলার বিচার শুরুর প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
বৃহস্পতিবার ইফতারের পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
প্রথম নিউজ, ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের করা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলায় দেশনায়ক জনাব তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন ও বিচারকাজ শুরুর প্রতিবাদে বৃহস্পতিবার ইফতারের পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহ সভাপতি নাছিরউদ্দিন নাছির,যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মূসা, যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াদ রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল রিয়াদ, সহ সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, এস এম হলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহম্মেদ, ঢাকা কলেজের সাবেক যুগ্ম সম্পাদক আবু সাঈদ, ঢাকা কলেজের সহ সভাপতি রাশেদুল আমিন,সহ সভাপতি প্রদীপ অধিকারী,যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন,সহ সাধারণ সম্পাদক শাহ পরাণ,ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হাসান,তিতুমীর কলেজের যুগ্ম সম্পাদক রিমু হোসেন,যুগ্ম সম্পাদক নোবেল আলম সূর্য, ঢাকা পলিটেকনিকের সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন,তেঁজগাও কলেজের সহ সাধারণ সম্পাদক আবদুর রহমান,নিউমার্কেট থানার যুগ্ন আহ্বায়ক সুমন,জহুরুল হক হলের ছাত্রনেতা সানি,এফ রহমান হলের ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্য,মুহসীন হলের ছাত্রনেতা তানভীর,ঢাকা কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন ফয়সাল,মঞ্জুরুল ইসলাম,মুসলিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাজিমউদ্দিন,নাহিদ সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করে।মিছিলটি নাইটিংগেল মোড় থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আক্তারুজ্জামান আক্তারের সঞ্চালনায়,
সহ সভাপতি নাছিরউদ্দিন নাছির বলেন, এক এগারোর অবৈধ সেনা সমর্থিত সরকারের আমলে বাংলাদেশের ১৮ কোটি জনগণের আশা আকাঙ্খার প্রতীক, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতা তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের নামে ২০০৭ সালে দুদক যে মিথ্যা মামলা দায়ের করেছিলো সেই মামলায় আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিচারকার্য শুরু করেছে। তারেক রহমান ও জোবাইদা রহমানের দেশে বিদেশে কোন সম্পত্তি নেই।
এ সময় সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার বলেন, জনগণ আজ দেশনায়ক জনাব তারেক রহমানের ডাকে এই ফ্যসিস্ট হাসিনাকে পতনের জন্য রাস্তায় নেমে এসেছে। তাই এই অবৈধ হাসিনা তার আজ্ঞাবহ আদালতকে ব্যবহার করে তারেক রহমান ও জুবাইদা রহমানের নামে মিথ্যা মামলার বিচারকার্য শুরু করেছে। ছাত্রদল জানিয়ে দিতে চাই এই মামলা হামালার খেলা যদি বন্ধ না হয় দেশের জনগণের অধিকার আদায়ের সমাধান জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথেই করবে। বিজ্ঞপ্তি