তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
আজ মঙ্গলবার তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নিন্দা, প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
আজ মঙ্গলবার তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
এদিকে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বুধবার দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল। আগামী ০৬ নভেম্বর রবিবার বেলা ০২ টায় দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্দ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না বলেন, অবৈধ স্বৈরাচারী সরকারের বিদায়ের ঘন্টা বেজে যাওয়ায় দিকভ্রান্ত হয়ে ভয় পেয়ে বিরোধী দলীয় নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এরই অংশ হিসেবে দেশনায়ক তারেক রহমান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডা. জোবায়দা রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। দেশবাসি জানেন গত ১৬ বছরে দেশের সম্পদ কারা লুট করেছে, কারা ব্যাংক লুট করেছে, কারা রেন্টাল বিদ্যুতের নামে পাওয়ার সেক্টর ধ্বংস করেছে, কারা টেলিযোগাযোগ খাত থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
টুকু- মুন্না বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরী দেশনায়ক তারেক রহমান, যার ধমনীর প্রতিটি রক্ত কনিকায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও দেশপ্রেমের দীপ্ত শপথের অঙ্গীকার। তারেক রহমান এর বিরুদ্ধে ১/১১ এর কুশিলব সহ বর্তমান অবৈধ সরকার সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে এক টাকার দূণীতির প্রমান পায়নি, তারা আজ আজগুবি ভাবে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে।
যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সকল অবৈধ স্বৈরাচারী পতনের আগে দিশেহারা হয়ে বিরোধী দলীয় নেতা সহ দেশের মানুষের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। বাংলাদেশের গণতন্ত্রহীন সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি তারেক রহমান এর এটাই চুড়ান্ত লড়াই। গণতন্ত্রের মায়াবী বাঁশিওয়ালা তারেক রহমান এর নেতৃতে শীগ্রই আমরাই গণতন্ত্রের বিজয় কেতন উড়াব ”ইনশাআল্লাহ”।