তোমার মুখের হাসিটা অটুট থাকুক এভাবেই, নিককে প্রিয়াঙ্কা
১৬ সেপ্টেম্বর ছিল নিক জোনাসের জন্মদিন
প্রথম নিউজ, ডেস্ক : ১৬ সেপ্টেম্বর ছিল নিক জোনাসের জন্মদিন। ৩০-এ পা দিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী। জন্মদিন উপলক্ষে বরের জন্য পার্টির আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা।
পার্টিতে কোনো কিছুরই কমতি রাখেননি বলিউড অভিনেত্রী। নিকের পছন্দ অনুযায়ী গলফ কোর্সে আয়োজন করা হয় পার্টির।
সেই সঙ্গে তো ছিল প্রিয় মানুষটির জন্য বার্তা। ইনস্টাগ্রামে লেখা সেই বার্তায় নিককে উদ্দেশ করে প্রিয়াঙ্কা বলেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। তোমার মুখের হাসিটা অটুট থাকুক এভাবেই, তুমি সুখ-স্বাচ্ছন্দ্যে ভরে ওঠো। এই সপ্তাহটা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে দিলো। শুরু করেছিলাম নিকের জন্মদিনের সেলিব্রেশন হিসেবে। তবে দিনটা আরও অনেক কিছু দিয়ে গেলো। আই লাভ ইউ নিক।’
এদিকে জন্মদিনের অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কা পরেছিলেন সাদা স্লিপ ড্রেস। মেয়ের নামের সঙ্গে মিলিয়ে ‘এম’লেখা লকেট পরেছিলেন। আর প্রিয়াঙ্কার সঙ্গে মিলিয়েই সাদা-কালো পোশাকে সেজেছিলেন নিক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews