তামিম ইস্যুতে দলের মধ্যে অস্থিরতা ছিল না

তামিম ইস্যুতে দলের মধ্যে অস্থিরতা ছিল না

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: যদিও শেষ ম্যাচে একটা ভাল টিম পারফরমেন্স হয়েছে এবং পরপর ২ ওয়ানডেতে হারের পর সিরিজ খুইয়ে সান্ত্বনার ও স্বস্তির জয়ও ধরা দিয়েছে; কিন্তু তারপরও অনেকেরই মত বাংলাদেশ দল এখন হঠাৎ করেই খানিকটা অবিন্যস্ত, এলোমেলো।

বিশেষ করে চট্টগ্রামে আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হার। প্রথম ম্যাচ শেষেই তামিম ইস্যুতে ভেতরে-বাইরে তোলপাড়! যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তামিম অবসরের সিদ্ধান্ত পাল্টে জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন। তারপরও সব কিছু মিলিয়ে একটা এলোমেলো অবস্থা।

মানে বাংলাদেশ দলে খানিকটা অস্থিরতা (আনসেটেল) বিরাজ করছে। মনে হচ্ছে দলটা ঠিক আগের মত অত সাজানো-গোছানো নয়। আসলেও কি তাই? টি-টোয়েন্টি সিরিজের আগে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি তা মনে করেন? সত্যিই কি সব মিলে বাংলাদেশ দল এখন খানিক এলোমেলো কিংবা অগোছালো মনে হচ্ছে?

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক সাকিব আল হাসান কাছে এ প্রশ্নের মূল বক্তব্যের সঙ্গে মোটেও একমত নন। টি-টোয়েন্টি অধিনায়ক বোঝানোর চেষ্টা করেন, ‘বাইরে থেকে যেমন মনে হয় ভেতরটা আসলে তেমন না। এবং কোন ঘটনাতেই আসলে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের পরিবেশ খারাপ বা অগোছালো হয়নি। বেশির ভাগ সময় ঠিকই থাকে। মানে একইরকম থাকে।’

এ নিয়ে সাকিবের আরও স্পষ্ট উত্তর, ‘বাইরে থেকে অনেক কিছুই মনে হতে পারে। আমার মনে হয় না যে ড্রেসিং রুমে আমরা কখনোই আনসেটেলড ছিলাম বা এখনো আছি। আমি মনে করি, পরিবেশ সব সময়ই ভাল আছে। অবশ্যই রেজাল্টের কারণেও এমনটা ভাবতে পারেন। রেজাল্টের অবস্থা ভাল না, খারাপ। কিন্তু আমার কাছে মনে হয় না হার-জিতের ওপর ড্রেসিং রুমের এনভায়রনমেন্টের অবস্থা পরিবর্তন ঘটে। আমার মনে হয় একই থাকে। চেষ্ট থাকে, প্রতিদিন কিভাবে নিজেদের উন্নত করতে পারি। সে হিসেবে পারফরম করতে পারি এবং টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি।’