তাড়াশে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩

শনিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ বাজার ও মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাড়াশে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩

প্রথম নিউজ, সিরাজগঞ্জ: নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জামায়াতের আমিরসহ ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ বাজার ও মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- উপজেলা জামায়াতের আমীর খোন্দকার সাইলাইন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও জামায়াতের সমর্থক মতিউর রহমান।

রোববার (৩০ জুলাই) সকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।