তেজগাঁওয়ে ৫ একর জমিতে হবে আধুনিক ট্রাকস্ট্যান্ড : মেয়র আতিক

তেজগাঁওয়ে ৫ একর জমিতে হবে আধুনিক ট্রাকস্ট্যান্ড : মেয়র আতিক

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে অলিগলিতে রাখা সব ট্রাককে একটি জায়গায় রাখতে এবার ৫ একর জমিতে হবে মাল্টি স্টেট ট্রাকস্ট্যান্ড। শিগগিরই প্রয়াত মেয়র আনিসুল হক সড়ক সংলগ্ন পশ্চিম-উত্তরে বিটিআরসির সাড়ে ৩ একর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দেড় একর জায়গা বুঝে নিয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি

রোববার (৮ অক্টোবর) রাজধানীর বাড্ডা-নতুন বাজার এলাকায় মশক নিধন অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড আমরা কিন্তু সরিয়েছি। ট্রাকের জন্য স্ট্যান্ড আমরা কেউ করতে পারিনি এখনো। একটা টেকসই স্ট্যান্ড যদি করতে না পারি তাহলে এই ট্রাকগুলো কই থাকবে? ট্রাকের জন্য নির্দিষ্ট যে স্ট্যান্ড সেখানে ট্রাকের যে জায়গা এক বিঘার মধ্যে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু ১৯৭৪ সালে করে দিয়ে গেছেন। কিন্তু এখন তো এক বিঘায় কোনো কিছুই হবে না, অফিস হবে নাকি জায়গা হবে?