ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. জানু মিয়া (৫৮) নামের এক কয়েদি মারা গেছেন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

প্রথম নিউজ, কেরানীগঞ্জ : কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. জানু মিয়া (৫৮) নামের এক কয়েদি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ মে) সকালের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


জানু মিয়াকে ঢামেকে নিয়ে আসা কারারক্ষী আব্দুল কাদের বলেন, জানু মিয়া সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢামেকে নিয়ে আসি। ঢামেকে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জানু মিয়া কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ১৭৮৩৯/২৩। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার কালু পাশা গ্রামের মো. সোনা মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।