ঢাকায় বিএনপি’র পদযাত্রা আজ

শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নূরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাত রাস্তা মোড় গিয়ে পদযাত্রা শেষ হবে।

ঢাকায় বিএনপি’র পদযাত্রা আজ
ঢাকায় বিএনপি’র পদযাত্রা আজ

প্রথম নিউজ, অনলােইন : সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকায় বিএনপি’র পদযাত্রা কর্মসূচি আজ। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে দুপুর ২টায় এ পদযাত্রা কর্মসূচি শুরু হবে। শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নূরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাত রাস্তা মোড় গিয়ে পদযাত্রা শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের পদযাত্রায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন। দলটির নেতাকর্মীরা জানান, বিএনপি’র পদযাত্রায় বড় শোডাউনের প্রস্তুতি রয়েছে তাদের। এর আগে ঢাকা দুই মহানগর ৪টি পদযাত্রা কর্মসূচি পালন করেছে।

সেখানে বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নিয়েছে। দুপুর ২টায় পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও আগেভাগেই নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হবেন। এর আগে ৭ই ফেব্রুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। ৯ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালনের কথা থাকলেও তুরস্ক ও সিরিয়ায় ভয়াভহ ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করে কর্মসূচি স্থগিত করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: