ড. ইউনূসকে হয়রানি না করার আহ্বান মুক্তিযোদ্ধাদের

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তার কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগে শ্রম আদালতে ফৌজদারি মামলা করা হয়েছে।

ড. ইউনূসকে হয়রানি না করার আহ্বান মুক্তিযোদ্ধাদের

প্রথম নিউজ, অনলাইন: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে ফৌজদারি মামলায় হয়রানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। পাশাপাশি এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য তারা আহ্বান জানান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তার কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগে শ্রম আদালতে ফৌজদারি মামলা করা হয়েছে। তার আইনজীবীরা বলেছেন উপস্থাপিত অভিযোগগুলো দেওয়ানি চরিত্রের হলেও সরকারের পক্ষ থেকে ফৌজদারি মামলাটি করা হয়। এটা সম্পূর্ণরূপে দুরভিসন্ধিমূলক বলেই আমরা মনে করি।

এই মামলা অস্বাভাবিক দ্রুতগতিতে নিষ্পত্তি করার ক্ষেত্রে সরকারের ভূমিকায় রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনগণ উদ্বিগ্ন। অবিলম্বে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরকারী রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা হলেন- আবদুল আল নোমান, ব্যারিষ্টার শাহাজাহান ওমর বীর উত্তম, মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মেজর জেনারেল অবঃ সৈয়দ মোঃ ইব্রাহিম বীর প্রতীক, জয়নাল আবেদীন ফারুক, আব্দুস সালাম, এ্যাডঃ মজিবুর রহমান সরোয়ার, ক্যাঃ অবঃ নুরুল হুদা, মিজানুর রহমান খান বীর প্রতীক, এ্যাডঃ ফজলুর রহমান, শেখ রফিকুল ইসলাম বাবলু, নঈম জাহাঙ্গীর, সাদেক আহমেদ খান, লেঃ কঃ অবঃ জয়নুল আবেদীন, এম.এ বারী কুড়িগ্রাম, মোকসেদ আলী মঙ্গলীয়া দিনাজপুর, হাজী আবুল হোসেন, এম এ শহীদ বাবলু, ইঞ্জিনিয়ার  আব্দুল হালিম টাঙ্গাইল, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ, রফিকুল বাসেত গাজীপুর, ওহিদুর  রহমান চেয়ারম্যান লক্ষীপুর, হাজী আনসার আলী রংপুর, আকবর আজাদ বাগের হাট, এইচ আর সিদ্দিকী সাজু, রওশন আলী ভূইয়া, মেজর অবঃ আতিকুর রহমান, মেজর অবঃ আলী চৌধুরী টঝঅ, এস এম মোস্তফা কামাল, হাজী হোসেন আলী চট্টগ্রাম, সৈয়দ আবুল বাশার চট্টগ্রাম, জহিরুল হক তফরদার জয়পুরহাট, মজিবুর রহমান সানা গাইবান্ধা, আব্দুল কাদের বগুড়া, মোস্তফা সাহাব উদ্দিন রেজা, কাজী নাসির আহমেদ, আব্দুল জব্বার, আব্দুল  হাকিম খান, জাহাঙ্গীর কবির, মহি উদ্দিন আহমেদ শাহজাহান, এ্যাডঃ সুলতান মল্লিক, এ্যাডঃ রফিকুল ইসলাম গাজীপুর, এ্যাডঃ আব্দুস সামাদ সাভার, আফজাল হোসেন কমান্ডার বাগেরহাট, হানিফ মাহমুদ, মোবারক হোসেন বি বাড়িয়া, নুরে আলম কুমিল্লা, কমান্ডার আব্বাস উদ্দিন কুমিল্লা, তৌহিদুর রহমান সিরাজগঞ্জ, নুর করিম ঠাকুরগাঁও, মোস্তফা কামাল ঠাকুরগাঁও, জাহাঙ্গীর আলম চৌধুরী নেত্রকোনা, শহিদুল ইসলাম চৌধুরী মিলন, মোঃ শরিফ হোসেন, মোঃ গাউছ মিয়া, আহসান হাবীব মঞ্জু জামালপুর, আব্দুল মান্নান মানিকগঞ্জ, আব্দুল খালেক মন্ডল টাঙ্গাইল, ইউনুছ সিকদার, রফিকুল ইসলাম বগুড়া, হায়দার জাহান চৌধুরী নেত্রকোনা, আইয়ুব আলী রেজা, মোঃ আবু সালেহ, মোতাম্মের ইসলাম ময়মনসিংহ, আনোয়ারুল হক নেত্রকোনা, এস এম নুরুল ইসলাম নারায়নগঞ্জ, নুর হোসেন মোল্লা, মহিন্দ্র মোহন ঘোষ টাঙ্গাইল, এ্যাডঃ মজিবুল হক মুজিব মৌলভীবাজার, সরোয়ার হোসেন যশোর, শহিদুল ইসলাম সাতক্ষীরা, সামছুম আলম সোনা, আব্দুল আলম, রশিদ নোমান, নুুরুল ইসলাম, নুরুল আমিন, হামিদুল ইসলাম বগুড়া, আমিন উদ্দিন, এস এম সিরাজুল ইসলাম নওগাঁ, নজরুল ইসলাম মুন্সিগঞ্জ, আবুল কামাল আজাদ নোয়াখালী, মোঃ কাজীমুদ্দিন, জহিরুল হক শাহজাদা, ইসতিয়াক আজিজ উলফাত, মোজাম্মেল হক মুক্ত, আনোয়ারুল আলম ফেনী, জাহাঙ্গীর কবির, মঞ্জুরুল আলম মালু, মোঃ জয়নাল আবেদীন, শেখ সিরাজুল ইসলাম, আনোয়ারুল হক মনু, আশ্রাফুল আলম আলী মিয়া, মজিবুল হক সানা, আজহারুল হক দুলু, মজিবুর রহমান ফকির, এ্যাডঃ এম এ কুদ্দুছ, এস এম সোলাইমান, হারুনুর রশিদ, গোলাম হোসেন, ইসতিয়াক খান লাভলু, হাবিবুর রহমান তুলা, আব্দুল্লাহ হিল শাফী, মনোয়ার হোসেন, শওকত ইমাম, দিলরুবা হুদা।