ট্রেনের স্ট্যান্ডিং টিকিটের দাবিতে সড়ক অবরোধ
প্রথম নিউজ ঢাকা:এবার ঈদযাত্রায় অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে বিনা টিকিটে ভ্রমণের আর সুযোগ নেই ট্রেন যাত্রীদের। এমন প্রেক্ষাপটে ট্রেনের স্ট্যান্ডিং টিকিটের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন যাত্রীরা।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ট্রেনের স্ট্যান্ডিং টিকিটের দাবিতে রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করেন একদল যাত্রী। তাদের দাবি, অনলাইনে টিকিট বিক্রির কারণে তারা টিকিট সংগ্রহ করতে পারেননি। এখন স্ট্যান্ডিং টিকিটও পাচ্ছেন না। এতে ঈদযাত্রায় তারা ভোগান্তিতে পড়েছেন। তাদের জন্য পৃথকভাবে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করতে হবে।
জানতে চাইলে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা রাত পৌনে নয়টায় বলেন, ঈদযাত্রার কারণে স্টেশনে যাত্রীদের বাড়তি চাপ ছিল। কিছু যাত্রী টিকিট না এনে স্টেশনের সামনে ভিড় করে। এদেরই কয়েকজন রাস্তায় চলে আসে। ৩-৪ মিনিট পরেই তারা সরে যায়। এখন যান চলাচল স্বাভাবিক আছে।