টানা দুই ওভারে ক্যাচ নিয়ে নাটক, কিশানের ঝোড়ো সেঞ্চুরি
দারুণ ব্যাটিং করছেন রোহিত শর্মার জায়গায় দলে আসা ইশান কিশান
প্রথম নিউজ, ডেস্ক : দারুণ ব্যাটিং করছেন রোহিত শর্মার জায়গায় দলে আসা ইশান কিশান। বড় জুটি গড়েছেন বিরাট কোহলির সঙ্গে। যদিও বারকয়েক সুযোগ এসেছিল তাদের জুটিটি ভাঙার। ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের।
১৫ রানে প্রথম উইকেট হারানোর পর কিশান-কোহলি মিলে এখন পর্যন্ত গড়েছেন ১৩৭ রানের জুটি। ৮৫ বলে ঝোড়ো সেঞ্চুরি করেছেন কিশান। কোহলি অপরাজিত ৪৩ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৫৬ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নিয়েই উইকেটের দেখা পান মেহেদি হাসান মিরাজ। নিজের প্রথম বলে এলবিডব্লিউয়ে ফিরিয়ে দেন অভিজ্ঞ শিখর ধাওয়ানকে (৩)।
মিরাজের ঘূর্ণি ডেলিভারিটি ডিফেন্ড করেছিলেন ধাওয়ান। বল প্যাডে লেগে গেলে আবেদন করেন বাংলাদেশি খেলোয়াড়রা। কিন্তু আম্পায়ার সে আবেদনে সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ এবং জিতে যায়।
নিজের পরের ওভারে আরও একটি উইকেট পেতে পারতেন মিরাজ। এবার শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছিলেন কোহলি। কিন্তু সহজ ক্যাচ ফেলে দেন লিটন। ১ রানে জীবন পান কোহলি।
এরপর বড় জুটি গড়ে তোলেন কিশান আর কোহলি। ইনিংসের ১৯ আর ২০তম ওভারে দুজনেরই আউটের সম্ভাবনা জেগেছিল। মোস্তাফিজের বলে কোহলি মিডঅফে ক্যাচ তুললে সেটি তালুবন্দী করেন লিটন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বলটি তার হাতে পড়ার একটু আগে মাটি ছুঁয়ে গেছে। কোহলি তখন ২২ রানে।
পরের ওভারে মিরাজের বলে ইশান কিশানের ক্যাচ নিয়েছিলেন সাকিব। ডিপমিডউইকেটে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে বলটি ধরেন সাকিব। কিন্তু বোঝা যাচ্ছিল না, ক্যাচ হয়েছে কিনা। আম্পায়ার চেক করে দেখেন, এবারও বল মাটিতে স্পর্শ লেগেছে। ব্যক্তিগত ৮৪ রানে বেঁচে যান কিশান।
এমএমআর/জেআইএম
বাংলাদেশ-ক্রিকেট ভারতীয়-ক্রিকেট বাংলাদেশ-ভারত-সিরিজ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।