টানটান ত্বক পেতে পুদিনার জুড়ি নেই
খাবারের স্বাদে ভিন্নতা আনতে জুড়ি নেই পুদিনা পাতার। আবার সালাদসহ নানা ধরনের খাবার পরিবেশনের ক্ষেত্রে সৌন্দর্য বাড়াতেও ব্যবহার হয় পুদিনা।
প্রথম নিউজ, লাইফস্টাইল ডেস্ক: খাবারের স্বাদে ভিন্নতা আনতে জুড়ি নেই পুদিনা পাতার। আবার সালাদসহ নানা ধরনের খাবার পরিবেশনের ক্ষেত্রে সৌন্দর্য বাড়াতেও ব্যবহার হয় পুদিনা। তবে একই সঙ্গে রূপচর্চায় ব্যবহৃত হচ্ছে এটি। তারুণ্য ধরে রাখতে নিয়মিত বিউটি পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। আপনার ঘরে থাকা নানা উপাদান দিয়ে সৌন্দর্য চর্চা করতে পারেন। অধিকাংশ ভেষজ ফেসওয়াশ, শ্যাম্পু আর কন্ডিশনারে পুদিনা যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়। ব্রন, ব্ল্যাকহেডস, ত্বকের শুষ্কতাসহ নানা সমস্যা সমাধানেও পুদিনা খুবই কাজের। এখানে রইল পুদিনা পাতায় ত্বক চর্চার কিছু অজানা উপকারিতা।
ব্রন কমায়: পুদিনা পাতা স্যালিসিলিক অ্যাসিড ও ভিটামিন এ-র বড় উৎস। তাই ত্বকে সিবাম অয়েল নিঃসরণ নিয়ন্ত্রণ করে এ পাতা। তৈলাক্ত ত্বকে ব্রন ফেটে যাওয়ার প্রবণতা বেশি থাকে। পুদিনা পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য প্রদাহ রোধ করে। সেই সঙ্গে ব্রনও নিরাময় করে। পুদিনা পাতার পেস্ট ব্রনের উপর লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা পানিয়ে। এতে ব্রনের দাগ দূর হবে এবং ত্বকের লোমকূপও পরিষ্কার হবে।
ক্ষত নিরাময় করে: শুদু খাবার বা রূপচর্চায় নয়, পুদিনা পাতায় ওষুধি হিসেবেও ব্যবহার হয়। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের কাটা, ক্ষত, মশার কামড় ও চুলকানি নিরাময়ে সহায়তা করে। এর জন্য, পুদিনা পাতার রস বের করে ত্বকের আক্রান্ত স্থানে লাগাতে হবে। এতে ক্ষত নিরাময় হবে এবং ত্বকের জ্বালাপোড়াও কময়ে দেবে।
ত্বককে কোমল ও আর্দ্র রাখে: পুদিনা পাতা মাইল্ড অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করে; যা ত্বককে প্রাকৃতিকভাবে টোন করতে সাহায্য করে। এটি লোমকূপ থেকে ময়লা অপসারণ করে এবং ত্বককে কোমল ও আর্দ্র রাখে। পুদিনা পাতা ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করতেও কার্যকরি। মুখে পুদিনা পাতার প্যাক লাগিয়ে ২০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ফল মিলবে হাতে-নাতে।
কালো দাগ কমায়: পুদিনা পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চোখের নিচের কালো দাগ কমাতে খুবই কার্যকরি। চোখের তলার কালো দাগে পুদিনা পাতার পেস্ট লাগিয়ে সারারাত রেখে দিতে হবে। পরদিন সকালে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা পানিতে। এতে কালো দাগ ধীরে ধীরে হালকা হবে।
ত্বক উজ্জ্বল করে: পুদিনা পাতায় অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য রয়েছে; যা দূষণের সংস্পর্শে থাকা সত্ত্বেও ত্বকে দাগ ও ব়্যাশ হতে বাধা দেয়। সূর্যের আলোতে ত্বকের ক্ষতিও হ্রাস করে পুদিনা। এজন্য ত্বকে পুদিনা পাতার নির্যাস লাগাতে হবে। মাসে একবার লাগাতে পারলে ভালো ফল মিলবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews