‘টাকার বিনিময়ে’ বাইরে ছিল আসল সোহাগ, কারাগারে অন্য সোহাগ
আজ রোববার রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি সোহাগ, কিন্তু কারাভোগ করছেন সোহাগ নামের আরেকজন। আর মূল আসামি সোহাগ ছিলেন বাইরে। তবে তাকে গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাকার বিনিময়ে মূল আসামি সোহাগ পালিয়ে ছিলেন। তার পরিবর্তে সাজা ভোগ করছিলেন আরেক সোহাগ। এ অবস্থায় রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে আসল সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: