জায়েদ খানকে নিয়ে হাসলেই ‘আনফ্রেন্ড’ করবেন শাওন
প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। রোববার (৩০ জুলাই) ছিল এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনটিতে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের কাছ থেকে পেয়েছেন অসংখ্য শুভেচ্ছাবার্তা। সামাজিকমাধ্যমে পোস্ট জানিয়ে শুভকামনা জানিয়েছেন অনেকেই। তাদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
জায়েদ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি সেলফি পোস্ট করেন শাওন। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান। তোমার সরলতাই তোমার সম্পদ। তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার। কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’
সাম্প্রতিক সময়ে জায়েদ খান মানেই যেন নেটমাধ্যমে হাসির পাত্র। বিষয়টির প্রতি দৃষ্টিপাত করে অভিনেত্রী তার ক্যাপশনের পাদটীকা সংযোজন করেন। যেখানে তিনি ট্রোলারদের উদ্দেশে সতর্কবার্তা দেন। অভিনেত্রী লেখেন, ‘এটা মজা করার জন্য দেওয়া কোনো পোস্ট না। আমি সচেতনভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের অনেকের কারণে-অকারণে হাসি আসতেই পারে, কিন্তু ‘হা হা’ রিঅ্যাকশন দেওয়া কেউ আমার বন্ধুতালিকায় থাকলে সেই হাস্যমুখী ব্যক্তিকে তালিকা থেকে বাতিল করে দেয়া হবে। শুভ আনফ্রেন্ডিং।’
শাওনের এই পোস্টে কমেন্ট করেছেন জায়েদ খান। সিনিয়র অভিনেত্রী কর্তৃক জন্মদিনের শুভেচ্ছা পেয়ে তাকে কৃতজ্ঞতা জানাতে একদমই ভোলেননি। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘অনেক অনেক ধন্যবাদ। ভালেবাসা অবিরাম।’
প্রসঙ্গত, ২০০৮ সালে মুহাম্মদ হান্নান পরিচালিত ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন জায়েদ খান। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন প্রযোজনাতেও। ২০১৭ সালে তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’ মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন মালেক আফসারী।