জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচি
প্রথম নিউজ, যুক্তরাষ্ট্র : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করেছে। সকল কর্মসূচিতেই দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার শপথ গ্রহণ করা হবে বলে জানা গেছে। এ উপলক্ষে প্রস্তুতি সভাও সেরেছে নিউইয়র্ক স্টেট বিএনপি।নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংগঠনের আহবায়ক মৌলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ‘জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে ১৯ জানুয়ারি জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এবং মসজিদে দোয়া-মাহফিল ও তবারক বিতরণ করা হবে’।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, গনতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি জসীম উদ্দিন ভিপি, যুগ্ম সদস্য-সচিব রিয়াজ মাহমুদ, যুগ্ম আহবায়ক বদরুল হক আজাদ, নাসিম আহমেদ এবং সাংবাতিক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, লং আইলান্ড বিএনপির সভাপতি মিয়া আলীম পাখী, জিয়াউর রহমান মিলন, মাহবুবুর রহমান মুকুল প্রমুখ।
এদিকে, নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসে। সংগঠনের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য-সচিব বদিউল আলম জানিয়েছেন, এ কর্মসূচি সফল করতে মোহাম্মদ সোহরাব হোসেনকে আহবায়ক এবং খলকুর রহমানকে সদস্য-সচিব ও রুহুল আমিন নাসির, আলমগীর মৃধা, জিয়াউল হক মিশন, কামালউদ্দিন দীপু, শেখ জহীর, কৃষিবিদ সোলায়মানকে যুগ্ম আহ্বায়ক করে একটি সাব কমিটি ঘোষণা করা হয়েছে। জন্মদিনের অনুষ্ঠানে সকল প্রবাসীর উপস্থিতি কামনা করা হয়েছে।
ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, আটলান্টা, ফ্লোরিডা, মিশিগান, শিকাগোতেও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: