জামালপুরে বিএনপির পথযাত্রাকে সফল করতে শহর বিএনপির প্রস্তুতি সভা
প্রথম নিউজ.জামালপুরঃ জামালপুরে বিএনপির পথযাত্রাকে সফল করতে জামালপুর শহর বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি সভা করেছে।
গতকাল ১৭জুলাই রবিবার সন্ধ্যায় শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ে জামালপুর শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রস্তুতি সভায় জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদসহ শহর বিএনপির ১৬টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ও সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগন আগামীকাল মঙ্গলবার ১৮জুলাই বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে শহর বিএনপিকে পথযাত্রা সফল করার আহবান জানান।