জামালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল
গতকাল শুক্রবার ২২ সেপ্টেম্বর বাদ মাগরিব শহরের স্টেশন রোডে জেলা বিএনপি অফিসে দোয়া মাহফিলে সকল অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রথম নিউজ.জামালপুর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা গতকাল শুক্রবার ২২ সেপ্টেম্বর বাদ মাগরিব শহরের স্টেশন রোডে জেলা বিএনপি অফিসে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়াও দোয়া মাহফিলে বিএনপির সকল অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে ওয়ারেছ আলী মামুন বলেছেন, আমরা যদি বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে চাই, দেশের স্বাধীনতা, ভোটের অধিকার ও সাবভৌমত্বকে টিকিয়ে রাখতে চাই তাহলে শেখ হাসিনার পতন ছাড়া উপায় নাই। আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনা কবি যাবি।
সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।