জুনে ঢাকায় আসছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা!
‘আর্জেন্টিনার বাংলাদেশ সফর প্রায় চূড়ান্ত।
প্রথম নিউজ, ডেস্ক : জুনে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। বিষয়টি মানবজমিনকে জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আর্জেন্টিনার বাংলাদেশ সফর প্রায় চূড়ান্ত। এখন শুধু কিছু শর্ত নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। সবকিছু মিলে গেলে জুনে তারা আসবে বলাই যায়।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজের যা অবস্থা, তাতে খেলা হবে কোথায়, সেই প্রশ্ন আসে। কাজী সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিক না হলে খেলাই তো হবে না।’
ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কারা? আসছে এমন প্রশ্নও। কাজী সালাউদ্দিন বলেন,‘আর্জেন্টিনা তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: