জানা গেল ট্রুডোর উত্তরসূরি নির্বাচনের দিনক্ষণ

জানা গেল ট্রুডোর উত্তরসূরি নির্বাচনের দিনক্ষণ

প্রথম নিউজ, অনলাইন :   জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী থেকে সরে দাঁড়ানোর পর নতুন প্রধানমন্ত্রীর খোঁজ শুরু করেছে ক্ষমতাসীন লেবার পার্টি।   

জীবনযাত্রার উচ্চ খরচ, বাড়ি ও খাবারের মূল্যবৃদ্ধি, অপরাধের হার বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মানে অবনতির মুখে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে গত ৬ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। নতুন নেতা নির্বাচিত হলে পদ ছেড়ে দিবেন তিনি।

এদিকে এক বিবৃতিতে ট্রুডোর দল লিবারেল পার্টি ঘোষণা করেছে, সাধারণ নির্বাচনের আগে আগামী ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করা হবে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

বৃহস্পতিবার রাতে লিবারেল পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, একটি শক্তিশালী ও নিরাপদ জাতীয় প্রক্রিয়ার পর, ৯ মার্চ লিবারেল পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করবে এবং ২০২৫ সালের নির্বাচনে জয়ী হতে প্রস্তুত হবে।

এর আগে গত সোমবার ট্রুডো ঘোষণা করেন, তিনি আগামী কয়েক মাসের মধ্যে পদত্যাগ করবেন, ৯ বছরের ক্ষমতায় থাকার পর দলটির নির্বাচনী জরিপে হতাশাজনক ফলাফলের কারণে রাজনৈতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন। 

তিনি বলেন, দল নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত প্রধানমন্ত্রী এবং লিবারেল নেতা হিসেবে কাজ চালিয়ে যাবেন।

এই নির্বাচনের প্রেক্ষিতে লিবারেল পার্টি সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি নতুন দিশা খুঁজছে। সাম্প্রতিক সময়ে দলের জনপ্রিয়তা কিছুটা কমে এসেছে, বিশেষত কনজারভেটিভ পার্টির চ্যালেঞ্জের মুখে।  ট্রুডো নিজে দলের ভেতর চাপের মুখে পড়ে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

নতুন নেতার নির্বাচনের জন্য দলের মধ্যে বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে, যার মধ্যে অর্থমন্ত্রী ডমিনিক লে ব্লঁ এবং সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মার্ক কার্নির নাম উঠে এসেছে।