জাতীয় ঈদগাহে ঈদের জামাত সাড়ে ৭টায়, বৃষ্টি হলেও রয়েছে প্রস্তুতি
ডিএসসিসি এলাকার আওতাধীন হওয়ায় প্রতি বছর জাতীয় ঈদগাহের ব্যবস্থাপনার কাজ করে সংস্থাটি
প্রথম নিউজ, ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন থেকে ঈদের আগের রাতে ঘোষণা করা হয়। তবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি এলাকার আওতাধীন হওয়ায় প্রতি বছর জাতীয় ঈদগাহের ব্যবস্থাপনার কাজ করে সংস্থাটি। এ বছরও কর্পোরেশনের অঞ্চল ১ প্রকৌশল বিভাগের আওতায় এ জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শেখ তাপস বলেন, জাতীয় ঈদগাহের প্রধান জামাতের জন্য আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আবহাওয়া অফিসের তথ্য মতে ঈদের দিন ঝড়-বৃষ্টি হতে পারে। তবে আমাদের যে প্রস্তুতি আছে তাতে করে অতিবৃষ্টি হলেও আমরা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আদায় করতে পারব। বৃষ্টি হলেও যেন মুসল্লিরা জাতীয় ঈদগাহে জামাত আদায় করতে পারে, সে ধরনের ব্যবস্থা আমরা ইতোমধ্যে করে রেখেছি। এছাড়া এখানে যেন কোন জলাবদ্ধতা না হয়, সেই প্রস্তুতি আমরা নিয়েছি।
জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে কোনো নাশকতার আশঙ্কা আমরা করছি না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখানে কাজ করছে। তারাও সার্বিক বিষয়গুলো দেখতে এখানে পরিদর্শন করবে। এখানে যেহেতু দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের জামাত আদায় করবেন, সে কারণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
মেয়র তাপস বলেন, ঢাকাবাসীর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সবাই সপরিবারে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসবেন। সব মুসল্লি যেন এখানে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি। প্রায় ৩৫ হাজার মুসল্লি এখানে একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবেন। আমরা এমন ব্যবস্থা করেছি।