ছয় বছর পর মুক্তির আলোয় ‘লাল মোরগের ঝুঁটি’
প্রথম নিউজ, ডেস্ক : অনুদান পাওয়ার টানা ৬ বছর পর অবশেষে মুক্তির মিছিলে নাম লেখালো চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। ৭ নভেম্বর মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র হাতে পান ছবিটির নির্মাতা নুরুল আলম আতিক।
তিনি বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ছবিটা আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।’
১০ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির।
দীপক সুমন ও জ্যোতিকা জ্যোতিদীপক সুমন ও জ্যোতিকা জ্যোতি
এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: