ছাড়পত্র পেয়েও আটকে রইলো ‘মুখোশ’

প্রথম নিউজ, ডেস্ক : কোনও অভিযোগে ছাড়াই ছাড়পত্র মিললো ‘মুখোশ’ ছবির। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ হাতে পেয়ে বেশ গদগদ নির্মাতা ইফতেখার শুভ। কারণ, প্রথম সিনেমা; তাও আবার আনকাট!
আপাতত এই ছাড়পত্রের সনদ হাতে নিয়েই শান্ত থাকতে হচ্ছে নির্মাতাকে। পূর্ব পরিকল্পনা ধরে ২১ জানুয়ারি ছবিটি মুক্তি দিচ্ছেন না তিনি। কারণ, লাগামহীন করোনা সংক্রমণ।
শুভ বললেন, ‘সব পরিকল্পনা গুছিয়ে নিয়েছিলাম ২১ তারিখ মুক্তি দেওয়ার। সেটা তো আর এই পরিস্থিতিতে হচ্ছে না। এখন অপেক্ষা করা ছাড়া তো উপায় দেখছি না। তাই ছাড়পত্র পেয়ে যেমন আনন্দ লাগছে, তেমন মুক্তি না দিতে পারায় মনটাও খারাপ হয়ে আছে।’
মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘অমিক্রন সংক্রমণ কমলে ফেব্রুয়ারি মার্চ বা ঈদের সময়টাতে মুক্তির নতুন প্ল্যান করছি। হলে ৫০% দর্শক অ্যালাউ থাকা পর্যন্ত সিনেমা রিলিজ রিস্কি। আবার ৮টার সময় মার্কেট বা হল বন্ধ হলেও সমস্যা। কারণ সন্ধ্যার শোতেই দর্শক তুলনামূলক বেশি হয়।’
ছবিটির প্রধান তিনটি চরিত্রে আছেন সুপারস্টার ভূমিকায় রোশন, সাংবাদিক পরীমণি ও লেখক মোশাররফ করিম। আরও আছেন আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপুসহ অনেকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: