ছেলের সঙ্গে মিরপুরে অন্যরকম দিন তাইজুলের

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রানিং সেশন করতে মাঠে আসেন বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিষ্ট স্পিন বোলার তাইজুল ইসলাম

 ছেলের সঙ্গে মিরপুরে অন্যরকম দিন তাইজুলের
 ছেলের সঙ্গে মিরপুরে অন্যরকম দিন তাইজুলের-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রানিং সেশন করতে মাঠে আসেন বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিষ্ট স্পিন বোলার তাইজুল ইসলাম। দিনটা অন্যরকমই ছিল তার। কারণ এই স্পিনারের সঙ্গে দেখা গেল তার একমাত্র ছেলে তাইফকেও। আপাতত টাইগারদের টেস্ট-ওয়ানডে ম্যাচ নেই, তবে নিজেকে ফিট রাখতেই অনুশীলন তাইজুলের। 

শরতের এমন রোদে তাইজুলের সঙ্গে সমান তালে দৌঁড়েছেন তার ছেলে। এরপর মাঠে বাবার সঙ্গে ছেলে তাইফ খেলেছেন, হেসেছেন এমনকি কিছুক্ষণ খুনসুটিও করেছেন। এরপর ছেলেকে নিয়ে বেলা ১২টায় রানিং শেষ করে ড্রেসিংরুমে ঢুকে যান তাইজুল।

ছেলেকে নিয়ে বাবা তাইজুলের মাঠে আসার কারণ জানতে চাইলে ঢাকাপোস্টকে এই স্পিনার বলেন, ‘আসলে এমন কোন প্লান ছিল না। স্কুল থেকে যখন ছেলে বাসায় এসেছিল তখন আমি বের হচ্ছিলাম। আমাকে বের হতে দেখে আর ছাড়ে না, তাই ভাবলাম নিয়ে আসি।’

বাবা-ছেলে সমানতালে পাল্লা দিয়ে দৌঁড়েছে, বাবা হিসেবে কেমন লেগেছে এ বিষয়ে জানতে চাইলে তাইজুল আরোও বলেন, ‘আসলে তাইফের ইনার্জি অনেক। সবসময় লাফালাফি করে বাসায়। ক্রিকেটও পছন্দ তার, আমাকে টিভিতে যখন দেখে খুবই আনন্দিত হয় তখন।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom