ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক অতঃপর...
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: শিক্ষক বা শিক্ষিকা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। কিন্তু তাদের হাতেই যদি ছাত্র বা ছাত্রী যৌন নির্যাতনের শিকার হন তাহলে সমাজে মানুষ নিরাপদ থাকবে কোথায়! যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক ঘটনায় এ কথাগুলো সামনে চলে এসেছে। সেখানে ১৮ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে শিক্ষিকা গাব্রিয়েলা নিউফেল্ডের সম্পর্কের গুজব কানে যায় ওই ছাত্রের মায়ের। তিনি ওঁৎ পেতে থাকেন। এক পর্যায়ে একটি পার্কের ভিতর তিনি সত্যি দেখতে পান খবরটি আসলে গুজব নয়, সত্যি। সেই পার্কের ভিতর নিজের গাড়ির পিছনের সিটে ১৮ বছর বয়সী ওই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত শিক্ষিকা নিউফেল্ড। এক্ষেত্রে ছেলে কোথায় যায়, কি করে, তা শনাক্ত করতে তার মোবাইল ফোন ট্র্যাক করা শুরু করেন তার মা। অবশেষে ওই পার্কে প্রমাণ পেয়ে যান তিনি। ছেলে তার কাছে বলে বেরিয়েছিল যে, সে রাগবি খেলা প্রাকটিস করবে। কিন্তু যখন শিক্ষিকার গাড়িতে অমন শারীরিক সম্পর্কে লিপ্ত অবস্থায় দেখতে পান তিনি, তার চোখ তখন ছানাবড়া।