ছাত্রদল-যুবদলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
প্রথম নিউজ, ঢাকা : ২৮ অক্টোবর সহিংসতার ঘটনায় রাজধানীর পল্টন থানার নাশকতার মামলার আসামি ছাত্রদল ও যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন– মো. ইব্রাহীম খলিল (৪৯), মো. আনিসুর রহমান (২৩) ও মো. ইসমাইল মিয়াজী (৪২)।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান জানান, পল্টন থানার নাশকতার মামলার আসামি ছাত্রদল ও যুবদলের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।